ট্রাফিক সাইন কত প্রকার | ট্রাফিক চিহ্নাবলী |Traffic signs of Bangladesh

compulsory-yes-traffic-sign----

Traffic Signs in Bangladesh |  ট্রাফিক সাইনগুলো দেখে নিন-বাধ্যতামূলক হ্যা/না বাচক,সতর্কতামূলক চিহ্ন ও তথ্যমূলক চিহ্ন | DriveX BD

একনজরে ট্রাফিক সাইনগুলো দেখে নিন-বাধ্যতামূলক হ্যা/না বাচক,সতর্কতামূলক চিহ্ন ও তথ্যমূলক চিহ্ন | ট্রাফিক সাইন।|  DriveX BD|  Traffic Signs in Bangladesh 

একজন আদর্শ চালক হতে হলে অবশ্যই তাকে ট্রাফিক সাইনগুলো সম্পর্কে ধারনা থাকতে হবে। প্রথমে জানতে হবে ট্রাফিক সাইন কি বা কাকে বলে ? রাস্তায় চলাচলের সময় রাস্তার দুই পাশে যা আছে তা হল ট্রাফিক । কারন রাস্তায় চলাচলের সময় যে কেউ যে কোন ধরনের আচরন করতে পারে। মূলত ট্রাফিক সাইন সমূহ রাস্তার পাশে বিভিন্ন প্রকার সম্পুরক প্লেট এর মধ্যমে নির্দেশ করে থাকে। চালক-যাএী-পথচারী আমরা সকলেই এই ট্রাফিক এর সাইন সমূহ মেনে চললে বাংলাদেশে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে। কারন, সাধারনত মনে করা হয় একজন চালক দ্রুত গতিতে গাড়ী চালালে ভালো চালক হন, আসলে এ ধারনাটা ভুল। যদি সে সড়কের ব্যবহার বিধি /ট্রাফিক সাইন /রোড় সাইন সম্পর্কে ভাল না জানেন।

ট্রাফিক সাইন মূলত তিন (৩) প্রকার –

১. বাধ্যতামূলক সাইন।

(বাধ্যতামূলক সাইন হল দুই প্রকার যথা – বাধ্যতামূলক হ্যাঁ বাচক চিহ্ন ও বাধ্যতামূলক না বাচক চিহ্ন )

২. সর্তকতা মূলক সাইন।

৩. তথ্যমূলক সাইন।

সাইন সমূহ নিয়ে বিস্তারিত অলোচনা করা হলোঃ

বাধ্যতামূলক সাইনঃ-

যে সাইন সমূহ আপনাকে রাস্তায় চলাচলের সময় অবশ্যই মানতে হবে সেটাই বাধ্যতামূলক সাইন।

compulsory-yes-traffic-sign----

ট্রাফিক চিহ্নাবলী .

এই সাইন সমূহ সাধারনত গোলাকার বৃত্তের মধ্যে থাকে। বাধ্যতামূলক সাইন যেহেতু দুই প্রকার তাই বাধ্যতামূলক না বাচক সাইন সমূহ লাল বৃত্তের মধ্যে থাকে এবং হ্যাঁ বাচক সাইন সমূহ গোল বৃত্তের মধ্যে সম্পুরক চিহ্ন সমূহ থাকে।

 

compulsory-no-traffic-sign----

বাংলাদেশ এর ট্রাফিক সাইন সমুহ

 

রাস্তায় না বাচক চিহ্ন থাকলে অবশ্যই সেটা করা যাবে না যেমন- ডানে / বামে মোড় নিষেধ, হর্ণ বাজানো নিষেধ, পাথচারী পারাপার নিষেধ, পাকিং ও ওভারটেকিং নিষেধ, সবোচ্চ গতিসীমা ও সর্বোচ্চ ওজনসীমা ইত্যাদি।  হ্যাঁ বাচক চিহ্ন সমূহ ডানে/বামে মোড়, উভয় দিকে যাওয়ার দিক নির্দেশনা ও জাতীয় গতিসীমা প্রযোজ্য সাইন। অবশ্যই আমাদের রাস্তায় চলাচলের সময় সকলকে বাধ্যতামূলক হ্যাঁ বাচক এবং না বাচক সাইন সমূহ মেনে চলতে হবে।

caution-traffic-sign--

সর্তকতামূলক সাইন আমাদের রাস্তায় চলাচলের বিভিন্ন প্রকার সর্তকতার নির্দেশনা দিয়ে থাকে। যেমন ডানদিক থেকে আগত রাস্তা প্রধান সড়কে মিলিত হয়েছে সে ক্ষেএে চালককে অবশ্যই তার গাড়ির গতি কমিয়ে ডান পার্শের রাস্তায় আগত যানবাহনকে আগে যেতে দিতে হবে। এছাড়াও টি জংশন, সামনে আকাবাঁকা রাস্তা, চৌরাস্তা, সামনে বাজার , স্কুল, গতিরোধক , জেব্রা ক্রসিং ও ট্রাফিক আলোর সংকেত ইত্যাদি আমাদেরকে সর্তকতা নির্দেশ করে থাকে।

informative-traffic-_sign--

তথ্যমূলক সাইন আমাদেরকে রাস্তায় চলাচলের জন্য নির্দেশনা সরবরাহ করে থাকে। এর ফলে রাস্তায় চলাচলের জন্য চালক-যাত্রী-পথচারী সকলের সুবিধা হয়। যেমন পার্কিং এর জন্য নির্ধারিত স্থান, ফিলিং স্টেশন, হাসপাতাল, পাবলিক টয়লেট, পুলিশ স্টেশন, ফায়ার সার্ভিস, পথচারী পারাপার ইত্যাদি। আবার হাইওয়ে রোড়ে যে সকল সম্পুরক সম্পূরক প্লেট সমূহ থাকে সেগুলোও তথ্যমূলক সাইনের মধ্যে পরে। যেমন বিভিন্ন বিভাগ ও জেলা গুলো হতে রাজধনী শহর ঢাকার দুরত্ব কতটুকু সেটার কিঃমিঃ এর তথ্য সরবরাহ করে থাকে। সেই সাথে যেসকল এলাকায় দুর্ঘটনার হার বেশী সেসকল এলাকায় দূর্ঘটনাপ্রবণ  এলাকায় সম্পূরক সাইনবোর্ড দিয়ে আগাম নিদেশনা প্রদান করে থাকে। এছাড়াও মসজিদ, মন্দির, গির্জা, সেনানিবাস ইত্যাদি এলাকার প্রবেশমুখে তথ্যমূলক সাইন থাকে। ট্রাফিক সাইন

রাস্তায় চলাচলের সময় যে কেউ যে কোন ধরনের আচরন করতে পারে। মূলত ট্রাফিক সাইন সমূহ রাস্তার পাশে বিভিন্ন প্রকার সম্পুরক প্লেট এর মধ্যমে নির্দেশ করে থাকে। চালক-যাএী-পথচারী আমরা সকলেই এই ট্রাফিক এর সাইন সমূহ মেনে চললে বাংলাদেশে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে।

রাস্তায় চলাচল করার সময় কেউ থাকে চালকের আসনে, কেউ যাত্রি, আবার কেউবা পথচারী। কিন্তু একটা বিষয়ে আমাদের সকলকেই সচেতন এবং সমান দায়িত্ব পালন করা উচিৎ, তা হল ট্রাফিক আইন। এ বিষয়ে আমাদের কাউকে অবহেলা করলে চলবে না। প্রত্যেককেই নিজের অবস্থান থেকে এই ট্রাফিক আইনগুলো মেনে চলতে হবে।

একজন সুনাগরিক হিসেবে আমাদের সকলেরই উচিৎ নিজ নিজ দেশের আইন কানুন মেনে গাড়ি চালানো। ট্রাফিক আইন বা সিগন্যাল একটা দেশের খুবই গুরুত্বপূর্ণ আইন। কোন ধরণের তাড়াহুড়া বা আবেগের বশেও ট্রাফিক সিগনাল ভঙ্গ করা উচিৎ নয়। আপনি যদি ভেবে থাকেন সিগন্যাল না মেনে একটু আগে আগে গন্তব্যে পৌঁছাতে পারবেন তাহলে সেটা একটা ভুল ধারণা।

Please follow and like us:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *